Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeজাতীয়স্বাস্থ্যকর নগর গড়তে তামাক নিয়ন্ত্রণে উদ্যোগ: ঝালকাঠিতে অবহিতকরণ সভা

স্বাস্থ্যকর নগর গড়তে তামাক নিয়ন্ত্রণে উদ্যোগ: ঝালকাঠিতে অবহিতকরণ সভা

ঝালকাঠি প্রতিনিধি :

বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও স্বাস্থ্যসম্মত নগর গঠনের লক্ষ্যে “বাংলাদেশে টেকসই ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে তামাক নিয়ন্ত্রণ প্রকল্প”-এর সহযোগী প্রতিষ্ঠানসমূহকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ সোমবার (২৭ অক্টোবর) ঝালকাঠির নলছিটি উপজেলার মেরোহারে গ্রামবাংলা উন্নয়ন কমিটির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং সহায়তা প্রদান করে ভাইটাল স্ট্রাটেজিস ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস। সভায় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো, স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণ করেন বরিশাল অঞ্চলে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— নলছিটি মডেল সোসাইটি, ঝালকাঠি ডেভেলপমেন্ট সোসাইটি, সূর্যলোক ট্রাস্ট, পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মবিলাইজেশন ফর অলটারনেটিভ প্রোগ্রাম, লাভ দাই নেইবর, সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রাইজ, কমিউনিটি বেইজড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইয়েস বাংলাদেশ ও এইড অর্গানাইজেশন।

গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ বলেন, ” জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হলে সর্বমহল থেকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সরকারের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থা একত্রিত হয়ে কাজ করতে হবে।”

সভায় মবিলাইজেশন ফর অলটারনেটিভ প্রোগ্রাম এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী বলেন, “তামাক আইন কার্যকর করতে হলে, সংবেদনশীল নাগরিক সমাজ গড়ে তুলতে হবে। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে তোয়াক্কা না করে তামাক বিপণনকারী প্রতিষ্ঠান না না কৌশলে প্রচার প্রচারণা চালাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কনসার্ট আয়োজন করে কিশোর ও তরুনদের বিভ্রান্ত করে তামাকজাত পন্যে আসক্তিতে উদ্ভুদ্ধ করছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে নিরবতার সংস্কৃতি ভেঙ্গে উচ্চকিত হতে হবে। তামাকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ”

সভায় ঝালকাঠি ডেভলমন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শাহ আলম খলিফা বলেন, “তামাক নিয়ন্ত্রণ নিয়ে কার্যক্রম ফলপ্রসু করতে হলে সরকারের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানসমূহকে উদ্বুদ্ধ করতে হবে।”

সূর্যলোক ট্রাস্টের নির্বাহী পরিচালক জান্নাতিন নাঈম দীপ বলেন, ” তামাকজাত পন্য উৎপাদন বাজারজাত করণে সরাসরি প্রচারণা কার্যক্রম বন্ধ করতে উদ্যোগ নিতে হবে। এছাড়া শিশু ও কিশোরদের জন্য নিয়মিত সুষ্ঠ বিনোদনের ব্যবস্থা করলে তামাকজাত পন্যে আসক্তি হ্রাস করা যাবে।”

অনুষ্ঠানের সভাপতি নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান বলেন, “গ্রামবাংলা উন্নয়ন কমিটি বরিশাল অঞ্চলের জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার, সিভিল সোসাইটি এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক