25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

আরও পড়ুন

 হারুনুর রশীদ বুলবুল, কেশবপুর (যশোর):
কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩  উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবসটি পালিত হয়।
কেশবপুর উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে ও কেশবপুর সহকারী  উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চলনায় (৯ ডিসেম্বর) শনিবার বেলা ১২ টায়  কেশবপুর উপজেলা পরিষদের হল রুমে  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারি অধ্যাপক  মশিউর রহমান, কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল।
বেগম রোকেয়া দিবসে সমাজের বিভিন্ন পর্যায় অসামান্য অবদান রাখায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায ৫ জন নারী জয়িতা কে কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে   পুরস্কৃত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ললিতা মন্ডল, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ড. নাসরিন সুলতানা লাকী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ময়না রানী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাধনা বিশ্বাস, সফল জননী নারী শাহানারা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বেগম রোকেয়ার জীবনী আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
- Advertisement -spot_img

সবশেষ খবর