Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeআইন ও বিচারবরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড

বরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড

বরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৮ বছর বয়সী এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, আরেকজন এখনো পলাতক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দণ্ডপ্রাপ্তরা হলেন—

  • রাসেল গাজী (৪৪), ধানগবেষণা রোড, বরিশাল

  • রোকন খান (৩২), রূপাতরী গ্যাসটারবাইন এলাকার বাসিন্দা

  • রাজিব জমাদ্দার (৩৪), ধানগবেষণা রোড, (পলাতক)

  • মো. জাহিদ হাওলাদার (৩৫), ধানগবেষণা রোড

চারজনই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, আদালতের এই রায়ে ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে।

ঘটনার পটভূমি :

২০১৬ সালের ১০ নভেম্বর এক গৃহবধূ এক লাখ টাকা নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশায় উঠলে চালক তাকে অন্যত্র নিয়ে যায়। প্রতিরোধ করলে তাকে মারধর করা হয়। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকার পাশে একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আইনি প্রক্রিয়া :

ভুক্তভোগী নিজেই পরদিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৩ নভেম্বর পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১১ জন সাক্ষীর জবানবন্দি শোনার পর আদালত আজ চার আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

এই বাংলা/এমএস

টপিক