25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

দীর্ঘ বিরতির পর চট্টগ্রামের রাজপথে বিএনপি নেতারা

আরও পড়ুন

তানভীর আহমেদ :::

ঢাকায় মহাসমাবেশ পন্ড হওয়ার পর গত ২৮ শে অক্টোবর থেকে দীর্ঘ একমাস চট্টগ্রামে বিএনপি নেতারা কার্যত আত্নগোপনে। চট্টগ্রাম শহরে কিছু চোরাগুপ্তা মিছিল ছাড়া সংগঠনের কোন কার্যক্রমই দেখা যায়নি। তবে, চট্টগ্রামে রাজপথে বড় মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। কিন্তু  সেই মিছিলে দেখা যায়নি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারকে। 

বুধবার ( ২৯ শে নভেম্বর) অবরোধের  সমর্থনে মিছিল বের করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। উত্তর জেলা বিএনপির  যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর,  ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন,  নুরুল আমিনকে মিছিলের সম্মুখসারীতে দেখা যায়। আহবায়ক কমিটি নিয়ে অসন্তোষের পর এই তিন যুগ্ম আহবায়ককেই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির  কমিটিতে সংযুক্ত  করা হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়  গত একমাসে চট্টগ্রাম নগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা বিএনপির যতগুলো মিছিল বের করা হয়েছে কোনটিতে এক সাথে এত অধিক সংখ্যক শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা যায় নি। 

এরআগে ছোটখাট ঝটিকা মিছিল বের করে উত্তর জেলা বিএনপি। তবে,  সেসব মিছিল মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর জন্যই করা হয়েছে। সুত্রমতে, জনজীবন ও আন্দোলনে কোন প্রকার প্রভাব না ফেললেও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া উইং থেকে এসব মিছিলগুলোর ছবি পোস্ট করা হতো ফেসবুকে। বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়, তফসিল ঘোষণার পর তিন সাংগঠনিক শাখা ( জেলা পর্যায়ের)  কোন মিছিলই করতে পারে নি। 

বিএনপি ও সমমনা  দলগুলো ঘোষিত চলমান আবরোধ -হরতাল কর্মসূচিতে চট্টগ্রাম উত্তর,  চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম মহানগরের শীর্ষ নেতাদের নিরবতা ভাঙ্গতে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা আসার পর চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করকে মিনিট পাঁচেকের জন্য মিছিলে অংশ নিতে দেখা যায়। তবে আগের মতই গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ। এরমধ্যে নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করতে  একটি চিঠি পাঠানো হয়েছে দক্ষিণ জেলার সদস্যদের। জেলার আহবায়ক নিজেই যখন নিষ্ক্রিয় তখন অন্য নেতাদের কাছে এমন চিঠি হাস্যকর ঠেকেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে। উত্তরের ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মিরসরাইয়ে   উপজেলায় বেশ কিছু মিছিল করেছে যুবদল,  ছাত্রদল। দক্ষিণের সাতকানিয়া – লোহাগাড়া, আনোয়ারা ছাড়া বাকি উপজেলাগুলো অবরোধ এক মাস যাবত চলামান কর্মসূচিতে  বিএনপি নেতাদের নীরবতাই দৃশ্যমান  হয়েছে সর্বত্র। বুধবার সকালে নগরের লালখান বাজার এলাকায় মিছিল বের করার পূর্ব মুহুর্তে  পুলিশের হাতে চারকর্মীসহ আটক হন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল।

সৌরভ প্রিয় পালের স্বজনদের অভিযোগ আটক হবার পর পুলিশ তাকে নির্যাতন করেছে। খবর জানাজানি হওয়ার পর,  বেধড়ক পিটুনিকে আহত সৌরভ প্রিয় পালকে চট্টগ্রাম জেনারেল  হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় কোতোয়ালি থানা। তবে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, আটকের সময় দৌড়ে পালাতে গিয়ে আহত হয় সৌরভ। পুলিশ তাকে মারে নি। তাকে আগের একটি মামলায়  গ্রেফতার দেখানো হয়েছে। ‘

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, অবরোধের সমর্থনে সকালে কাজির দেউড়ি, লালখান বাজার ও ওয়াসায় মিছিল হয়। মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেফতার করে পুলিশ।

সৌরভের ভাই অরুপ প্রিয় পাল বলেন, খবর পেয়ে আমরা থানায় গিয়েছি। পুলিশ বলেছে, সকালে মিছিল নিয়ে আসার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

এইবাংলা /তুহিন 

 

- Advertisement -spot_img

সবশেষ খবর