26 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিদ্বন্দী আওয়ামী লীগ

আরও পড়ুন

নাদিরা শিমু :::

নিজ দলের বিদ্রোহীরা চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। চট্টগ্রামের পটিয়া আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি জাতীয় সংসদের হুইপ সামসুল আলম। মনোনয়ন বঞ্চিত সামসুল আলম ইতিমধ্যেই নাগরিক ফোরামের ব্যানারে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, নিচ কর্মী সমর্থকদের নিয়ে করেছেন শোডাউনও। 

নিজের কর্মী সমর্থকদের নিয়ে সোমবার (২৭ নভেম্বর)  চট্টগ্রামের বনজৌ রেস্টুরেন্টে সুধি সমাবেশ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল আলম। 

মিরসরাই ( চট্টগ্রাম ১) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুবেল। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। 

বাঁশখালী (চট্টগ্রাম ১)  আসনে এবার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী। উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল্লাহ কবির লিটন দুজনেই স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রামের দক্ষিণ জেলার বাঁশখালীকে বলা হয় জামাত বিএনপির দুর্গ। সুত্রমতে, স্বতন্ত্র প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক  মুজিবুর রহমান সিআইপির সাথে জামাত-বিএনপি সুসম্পর্ক নির্বাচনের মাঠে বাড়তি সুবিধা যোগাতে পারে। 

সাতকানিয়া লোহাগাড়া আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডঃ আবু রেজা নদভী। বিশিষ্ট শিল্পপতি এম এ  মোতালেব এই আসনে  আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি  সাতকানিয়া উপজেলার চেয়ারম্যানের পদ ছেড়ে দলের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন । তবে শেষ পর্যন্ত মনোনয়ন না মেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন এম এ মোতালেব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ মোতালেব নির্বাচনের মাঠে থাকলে জয়ী হওয়া কঠিন হবে বর্তমান সংসদ সদস্য ডঃ আবু রেজা  নদভীর। 

এবার দল থেকে মনোনয়ন চেয়ে মনোনয়ন পাননি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন। চট্টগ্রাম -৯ চট্টগ্রাম ১০ ও চট্টগ্রাম ১১ – এই তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু কোন আসনেই মনোনয়ন জুটি নেই তার। পতেঙ্গা -বন্দর আসন (চট্টগ্রাম -১১) থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কাউন্সিলার জিয়াউল হক সুমন । নগর আওয়ামী লীগের রাজনীতিতে কাউন্সিলর জিয়াউল হক সুমন আ জ ম নাসির উদ্দিন এর অনুসারী হিসেবে পরিচিত । সোমবার জিয়াউল হক সুমনের এক মতবিনিময়  অনুষ্ঠানে যোগ দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ-জ ম নাসির। 

জানতে চাইলে আ . জ ম  নাসির উদ্দিন বলেন, ‘ দলের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন প্রতি আসনে স্বতন্ত্র বা ডামি প্রার্থী রাখতে। সেই হিসেবে সবাই নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ রাখার অধিকার রাখেন। ‘ 

বন্দর পতেঙ্গা (চট্টগ্রাম -১১) এই আসনে বর্তমান এমপি এমএ লতিফের সাথে দলের  তৃণমূলের সাথে যোগাযোগ কম । অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরাও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র নাছিরের সমর্থনপুষ্ট।  নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমর্থন পেলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের কপাল খুলে যেতে পারে। 

বিএনপি ও সমমনা দল গুলো এবারের নির্বাচন প্রত্যাখ্যান করার কারণে ভোটের মাঠে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নিজের দলের বিদ্রোহীরাই। বিশ্লেষকদের মতে নৌকার বিপরীতে  স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারে চট্টগ্রামের অন্তত পাঁচটি আসনে। 

 

- Advertisement -spot_img

সবশেষ খবর