25 C
Dhaka
Thursday, October 2, 2025

ফটিকছড়িতে সনি, হাটহাজারীতে সালাম

আরও পড়ুন

নাদিরা শিমু, তানভীর আহমেদ  :::

জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ নিজেদের প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে। আজই মনোনয়ন প্রত্যাশীদের সামনে সেই তালিকা প্রকাশ করবেন আওয়ামী লীগের সভানেত্রী।  রবিবার দুপুরে মনোনয়ন প্রত্যাশীদের সামনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগের মনোনয়ন ভোটের নির্ভরযোগ্য সুত্রমতে, ফটিকছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি। হাটহাজারী আসনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এম সালাম নৌকার টিকেট পেয়েছেন। তবে অপরিবর্তিত রয়েছে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন। রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরী ও রাঙ্গুনিয়া আসনে ড. হাসান মাহমুদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

কোতোয়ালি আসনে ব্যারিস্টার  মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম ডবলমুরিং  -১০ আসনে  মহিউদ্দিন বাচ্চু, বন্দর পতেঙ্গা আসনে (চট্টগ্রাম -১১) এম এ লতিফ পুনরায়  আওয়ামী লীগের   মনোনয়ন পেয়েছেন।  বোয়ালখালী চান্দগাঁও আসনে মনোনয়ন পেয়েছেন  বর্তমান এমপি নোমান আল মাহমুদ।

তবে,  বাংলাদেশ আওয়ামী লীগের অন্য একটি সুত্র নোমান আল মাহমুদের  বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদককে বলেন, এই আসনটি জোটের শরিক দলকে ছেড়ে দেওয়া হতে পারে। 

এই আসনে সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুর পর উপনির্বাচনে নোমান আল মাহমুদ  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডবলমুরিং আসনের উপ নির্বাচনে নৌকা নিয়ে জয় লাভ করা মহিউদ্দিন বাচ্চুকে এবারও মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

সীতাকুণ্ড আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি মনোনয়নের ফর্ম সংগ্রহ করেছিলেন। সামনের জাতীয় নির্বাচনে মিরসরাই আসনেও প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এই আসনে এবার নৌকার হয়ে প্রতিদ্বন্দিতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল। দ্বীপ উপজেলা সন্দ্বীপের এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান মিতা। 

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা আসনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাঁশখালী আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী আবারও মনোনয়ন পেয়েছেন। অস্ত্রসহ মিছিল- নানা কারণে ব্যাপক সমালোচনার মধ্যে পড়লেও বাঁশখালী আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরীকেই নৌকার মাঝি হিসেবে বেছে নিয়েছেন স্বয়ং  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটিয়ার বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামসুল আলমের কপাল পুড়েছে। পটিয়া আসন থেকে এবার তিনি মনোনয়ন লাভ করতে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী  নতুন করে দল মনোনয়ন দিয়েছে। 

চন্দনাইশ আসনেও পুনরায় মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম। সাতকানিয়া লোহাগাড়া আসনে আবারো মনোনয়ন পেয়েছেন ড. আবু রেজা নদবী।

 

কক্সবাজার জেলার ৪ আসনের মধ্যে তিনটিতে  গতবারের  প্রার্থীরাই এবারও মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে চকরিয়া  পেকুয়া (কক্সবাজার -১) আসনে মনোনয়ন সালাউদ্দিন আহমেদ সিআইপি। কক্সবাজার সদর আসন ( রামু কক্সবাজার সদর) সাইমুম সরোয়ার কমল এবারও আওয়ামী লীগের  মনোনয়ন পেয়েছেন। মহেশখালী কুতুবদিয়া ( কক্সবাজার -২) আসনে পুনরায়  আশেক উল্লাহ রফিক, টেকনাফ উখিয়া আসনে শাহিনা আকতার মনোনয়ন পেয়েছেন। 

হাতে আসা তালিকা অনুযায়ী চট্টগ্রাম ও কক্সবাজার জেলার   বেশ কয়েকটি আসনে এবার দলের প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম শহরে চান্দগাঁও বোয়ালখালী   আসনে সিডিএ’র সাবেক চেয়ারম্যান  আবদুচ ছালাম ছাড়া  বাকি তিনটি আসনে আগের প্রার্থীরাই নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফটিকছড়ি -হাটহাজারী – সীতাকুণ্ডে দলের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ জেলায় একটি মাত্র আসলে দলের প্রার্থী  পরিবর্তন করা হয়েছে। একই সাথে কক্সবাজার জেলার চারটি আসনের মধ্যে একটিতে আওয়ামী লীগ প্রার্থী পরিবর্তন করেছে,  বাকি তিনটিতে প্রার্থী অপরিবর্তিত রয়েছে। 

১৯ নভেম্বর শুরু হয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শেষ হয়েছে ২১ নভেম্বর। তিন দিনে ৩০০ সংসদীয় আসনের বিপরীতে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি৷ এর মধ্যে চট্টগ্রামে ১৬টি আসনের বিপরীতে ২১৯ জন ২৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷ এতে আসন প্রতি ফরম বিক্রি হয়েছে ১৪টির বেশি। এর মাধ্যমে দলটির আয় হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। যা মনোনয়নপত্র বিক্রি করে দলটির মোট আয়ের প্রায় ৭ শতাংশ।

- Advertisement -spot_img

সবশেষ খবর