24.5 C
Dhaka
Friday, October 3, 2025

চট্টগ্রামের বায়েজিদে একটি ভবন হেলে পড়েছে

আরও পড়ুন

তানভীর আহমেদ :::

চট্টগ্রাম শহরের বায়েজিদে একটি ছয় তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

এ তথ্য নিশ্চিত করছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে রাখে। জানা যায়,  খোরশেদ ম্যানসন নামের ভবনটি হেলে পড়ে পাশের ভবনের সঙ্গে ঠেকেছে। ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বায়েজিদ সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান  বলেন, রৌফাবাদ হাউজিং এর একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।কোনো হতাহতের ঘটনা নেই। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দিতে কাজ করছি।

বায়েজিদ থানার ওসি তদন্ত সুজন কুমার দে  বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ‘

এইবাংলা/ হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর