বিশেষ প্রতিনিধি :
ঢাকার ফার্মগেট মেট্রোস্টেশনের কাছে বিয়ারিং প্যাড পড়ে নিহত হওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবক মারা যান বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তেজগাঁও জোনের উপ-কমিশনার মো. আক্কাস আলী জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তাঁর কাছ থেকে উদ্ধার করা পাসপোর্টে দেখা যায়, তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন বলেন, “একটি বিয়ারিং প্যাড স্টেশনের পিলার থেকে পড়ে যায়। এতে একজন পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।”
এর আগে গত ১৮ সেপ্টেম্বর, খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যা ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটিয়েছিল।
ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
এই বাংলা/এমএস
টপিক
