তানভীর আহমেদ :::
দুর্নীতি, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শনিবার বিকাল ২টায় চট্টগ্রাম লালদীঘি মাঠে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব মাওলানা স.উ.ম আব্দুস সামাদ।
এসময় সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ মহাসমাবেশে বক্তব্য রাখেন । সংঘাত সহিংসতা ও চলমান হানাহানির রাজনীতির বিপরীতে গণমুখী ইতিবাচকধারার গঠনমূলক রাজনীতিকে শক্তিশালী করে তুলতে ইসলামী ফ্রন্টের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।