25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নয় কোটি টাকার সম্পদের তথ্য গোপন, ঠিকাদারের বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

গুলনাহার :::

আট কোটি নিরানব্বই লাখ ৭৭ হাজার ৯ শত ৪৬ টাকার জ্ঞাত  আয় বহির্ভূত সম্পদ উপার্জনের অভিযোগে কামাল হোসেন নামের এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  কুমিল্লা দুর্নীতি দমন কমিশন  সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক পাপন কুমার সাহা মামলাটি দায়ের করেছেন। 

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ কামাল হোসেন মেসার্স মাস্টার এন্টারপ্রাইজ নামে লাইসেন্স নিয়ে  ঠিকাদারি ব্যবসা শুরু করেন। অনুসন্ধানে  তার নিজ নামে ৫ কোটি ১১ লাখ ৫২ হাজার দুইশত স্থাবর এবং ১০ কোটি ছয় লাখ ৩৭ হাজার ৫৫ টাকা অস্থাবর সম্পদ পাওয়া যায়। ১৫ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ২১৫ টাকা সম্পদের মধ্যে কর পরিশোধ ও অন্যান্য  ব্যয় পাওয়া যায়  ২ কোটি ত্রিশ লাখ ৮৯ হাজার সাতশত চৌদ্দ টাকা। অনুসন্ধানকালে তার মোট সম্পদ ১৭ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ২৬ টাকার মধ্যে বৈধ আয় পাওয়া যায় ৮ কোটি বিশ লাখ ২১ হাজার আশি টাকা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কামাল হোসেন আট কোটি নিরানব্বই লাখ ৭৭ হাজার ৯ শত ৪৬ টাকা মুল্যের সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন আইন  ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন  ঠিকাদার কামাল হোসেন (৩৪)। কামাল হোসেন   কুমিল্লা জেলার মনোহরগন্জের লক্ষনপুরের নুর মোহাম্মদের ছেলে। 

 মামলার এজাহারে বলা হয় কুমিল্লার হাউসিং স্টেট এবং ঢাকা শহরে বেমকিছু তার জমি রয়েছে। কুমিল্লা বদ্রপুর এলাকায় ৮.৩২ শতক ভুমির উপর নির্মিত  দশতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কার পার্কিং স্পেসসহ দুটি বানিজ্যিক ফ্লোর রয়েছে তার। যার মুল্য এক কোটি ৩১ লাখ সাতচল্লিশ হাজার টাকা। কুমিল্লা সিটি করপোরেশনের হাউজিং স্টেইট মৌজায় ৬.৮৮ শতক জমি ও ছয় তলা বাড়ি রয়েছে ঠিকাদার কামাল হোসেনের। ভবনসহ ভুমিটির মুল্য এক কোটি দশ লাখ পয়ত্রিশ হাজার টাকা। এছাড়া কুমিল্লার মনোহরগন্জ উপজেলার দিশাবন্ধ মৌজায় ৭৩ শতক ভিটে জমি রয়েছে, যার মুল্য ৬৭ লাখ পয়ষট্টি হাজার টাকা। সদর উপজেলার আশরাফপুর মৌজায় তিন শতক পুকুর ও ভিটির সন্ধান পায় দুদক, যার মুল্য ৪৫ লাখ পয়ষট্টি হাজার টাকা। 

কুমিল্লা মনোহরগন্জের লক্ষনপুর মৌজায় একশত বাষট্টি শতক নাল জমি রয়েছে কামাল হোসেনের, যার মুল্য ৩৮ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া কুমিল্লার মনোহরগন্জের দিশাবন্ধ মৌজায় ৩৩ শতক নাল জমি রয়েছে ;  যার মুল্য ২৭ লাখ পচাত্তর হাজার টাকা। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঠিকাদার কামাল হোসেনের মালিকানায়  যশোর জেলার সদর উপজেলার ১০৫ নং শেখহাটি মৌজায় ৬.২২ শতক জমি রয়েছে, যার মুল্য ১৭ লাখ টাকা। কুমিল্লা মনোহরগন্জের দিশাবন্ধ মৌজায় ১৭ শতক নাল জমি রয়েছে কামালের মালিকানায়, যার মুল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। 

ব্রাক ব্যাংকের কুমিল্লা শাখায় ২ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৬৮১ টাকা, প্রাইম ব্যাংকের একাউন্টে এক কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৯৬৫ টাকা জমা থাকার তথ্য পায় তদন্তকারী কর্মকর্তা। এছাড়া আরও কিছু ব্যাংকে তার জমা রয়েছে এক কোটি দশ লাখ ৭২ হাজার ৫৩৩ টাকা। শেয়ার বাজারে প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা বিনিয়োগ করেছেন ঠিকাদার কামাল হোসেন। আশি লাখ টাকা দামে টয়োটা হ্যারিয়ার গাড়িও রয়েছে কামাল হোসেনের। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,  এভাবে আট কোটি নিরানব্বই লাখ ৭৭ হাজার ৯ শত ৪৬ টাকার জ্ঞাত  আয় বহির্ভূত সম্পদ উপার্জনের তথ্য গোপন করেছেন কামাল হোসেন। 

- Advertisement -spot_img

সবশেষ খবর