বকশীগঞ্জ প্রতিনিধি :
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা শাখার আহ্বায়ক ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোনাহার হোসেন ও মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে বিজয়ী করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবে।
এই বাংলা/এমএস
টপিক
