25 C
Dhaka
Thursday, October 2, 2025

দুই আসনে মনোনয়ন ফর্ম নিয়েছেন মশিউর

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম (কোতোয়ালী ) ৯ ও চট্টগ্রাম ( বন্দর) ১১- এই দুই আসনে আওয়ামী লীগের  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান। বর্তমানে এই দুটি আসনের একটিতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও অন্যটিতে ব্যবসায়ী নেতা এম এ লতিফ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন।

মশিউর রহমান দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নগর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনে সদর্প বিচরণ রয়েছে তার।

দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রামে  তৃণমূলে মানুষের সাপোর্টের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জনপ্রিয়তা অর্জনে কাজ করে যাওয়া নেতাদেরই একজন মশিউর রহমান। 

সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন বলেন, ‘ মশিউর রহমান একদিনে সৃস্টি হয় নি। আমার মতো হাজার কর্মীর আদর্শের পূর্বসূরি তিনি। দলের দূর্দিনে তার ভূমিকা চট্টগ্রামের মানুষ জানে, নেতাকর্মীরা জানে। মশিউর রহমানকে মুল্যায়ন করা সময়ের দাবি। ‘

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা দলের মনোনয়ন নিয়ে সংসদে যেতে আগ্রহী তবে দলের তৃণমূলের নেতা-কর্মীরা মনে করেন, যেসব নেতার মাঠ পর্যায়ে সক্ষমতা রয়েছে, কর্মী বাহিনী রয়েছে – তাদের নিয়ে জাতীয় নির্বাচনের ছক তৈরি করা উচিত। উড়ে এসে জুড়ে বসা নেতাদের সম্পর্কে ছাত্রলীগ -যুবলীগের অনাগ্রহ যেমন রয়েছে ; তেমনিভাবে মনোনয়ন প্রত্যাশী নেতাদের অতীত ও বর্তমান বিবেচনা করে মনোনয়ন দেয়া উচিত বলে মনে করেন তারা। 

যুবলীগের রাজনীতিতে মশিউর রহমানের পরিচিতি নব্বইয়ের দশকে। দলের সংকটকালীন সময়ের নেতা মশিউর রহমানের সজ্জন রাজনীতিবিদ হিসেবে আলাদা ভাবমূর্তি  রয়েছে। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মতে , ‘ মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে, দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছে তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। ‘

বাহাউদ্দিন নাছিম বলেন, গতকাল শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে যে দলীয় ফরম বিতরণ করা হচ্ছে, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্রাইটেরিয়া লক্ষ্য রেখে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও যদি অনিয়ম আমরা লক্ষ্য করি তাহলে ব্যবস্থা নেওয়া হবে। উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। গতকাল আমাদের যে পরিমাণ সদস্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বা আমরা যা বিতরণ করেছি। আগামী ২১ তারিখ পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাবে।

- Advertisement -spot_img

সবশেষ খবর