25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

রাউজকের নকশা শুধু ফাইলে

আরও পড়ুন

বিশেষ প্রতিনিধি :::

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদিত নকশা না মেনেই দক্ষিণখানে গড়ে তোলা হচ্ছে আট তলা ভবন। উত্তরখান মৌজাতে রাজউকের নকশা অনুযায়ী নয়, নিজের মনমতো করে বহুতল ভবন নির্মাণ করছেন  ভবন মালিক নার্গিস সুলতানা।

অভিযোগ সুত্রে জানা যায় রাজধানীর উত্তরখানে ছয় কাঠা জমিতে ৮ তলা ভবন নির্মাণের জন্য রাজউক উত্তরা জোন ২/১ এর অধীনে নকশার অনুমোদন নেন ভবন মালিক নার্গিস সুলতানা। ( রাজউকের স্মারক নং ২৫.৩৯.০০০০.০৯০.৩৩.৬৩৬.২১ এস.এ দাগ নং-৬৭২, আর.এস. দাগ নং ২১৯৮, সিটি জরিপ ২২০৫৪৫, ২২৫৪২)

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবন মালিক রাজউক থেকে অনুমোদন  নেয়া নকশা মেনে কাজ করছেন না। আইন অনুযায়ী  তিনি ভবনের চারপাশে কোন জায়গা ছাড়েন নি। রাজউকের ভবন নির্মাণের বিধি অনুযায়ী ৬ কাঠা জমিতে ৮ তলা ভবন নির্মাণের ক্ষেত্রে সামনে ১.৫ মিটার, পেছনে ২ মিটার এবং প্রতি পাশে ১.২৫ মিটার সেট ব্যাক ছাড়তে হবে। নার্গিস সুলতানা ব্যত্যয় ঘটিয়েছেন আইনের। তাছাড়া তিনি রাজউক থেকে ভবন নির্মাণের জন্য যে অনুমোদন পেয়েছেন তিনি তার চেয়ে আরো বেশি করেছেন। কব্জির জোরে নকশার  তোয়াক্কা না করে নিজের মতো বানানো ওয়ার্কিং প্লানে চলছে নির্মাণ কাজ।

নির্মাণ কাজ পরিদর্শন করে দেখা যায়  তিনি ভবনের চারপাশে যে পরিমাণ সেট ব্যাক রাখা দরকার তা রাখেন নি এবং ডেভিয়েশন করেছেন নিজের ইচ্ছা মত।অথচ রাজউক এর ভবন নির্মাণ বিধিমালা অনুযায়ী ভবনে কোন ডেভিয়েশন রাখা যাবে না।

মোবাইল ফোনে ভবন মালিক নার্গিস সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন ধরিয়ে দেন তার  স্বামী হাসনাতকে।  কাস্টমস কর্মকর্তা হাসনাতের কাছে জানতে চালে তিনি বলেন, ‘ আমি রাজউক থেকে যে নকশার অনুমোদন নিয়েছি, সেই নকশা  অনুযায়ী  কাজ করছি। তার বাহিরে কোন কাজ করিনি। ‘

নার্গিস সুলতানার স্বামী হাসনাত  অস্বীকার করলেও নির্মাণ কাজ পরিদর্শন করে দেখা যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেয়া নকশার বাইরে কাজ করছেন শ্রমিকরা৷ জানতে চাইলে তারাও ভবন মালিকের নির্দেশনার অজুহাত দেখান।

ক্ষমতার দাপট দেখিয়ে রাজউকের নকশার অমান্য করে এই ৮ তলা ভবন নির্মাণের কাজ করার বিষয়ে পুনরায়  ভবন মালিক নার্গিস সুলতানার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ‘ পরে কথা বলব ‘ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নার্গিস সুলতানা পরে তার ভাইকে দিয়ে প্রতিবেদককে ফোন করান। নার্গিস সুলতানার ভাই জানতে চান কেন তার বোনকে ফোন করা হয়েছে।

এইবাংলা /তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর