বরিশাল প্রতিনিধি :
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগে তিনি জানান, তার স্বামী বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে এনাম তালুকদার তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে খাঞ্জাপুর এলাকায় পথরোধ করে টানাহেঁচড়া ও মারধর করেন এনাম। এ সময় গলার স্বর্ণের চেইন, কানের দুল ও ব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনায় ওই নারী ও তার ২২ মাস বয়সী শিশুসন্তান আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরদিন রাতেই থানায় অভিযোগ দিলে এনাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়।
অভিযুক্ত এনাম তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
