25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মোশাররফ হোসেনের আসনে পুত্র রুহেল

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

জাতীয় সংসদের চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। এই আসন থেকে দলের প্রেসিডিয়াম সদস্য  ইন্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে আসছেন। 

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি। এ সময় মিরসরাইয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুব রহমান রুহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। চট্টগ্রাম-১ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই।

রুহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

প্রসঙ্গত, মনোনয়ন প্রত্যাশী নেতাদের ভীড় রমরমা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। তিন ঘন্টায় তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশী ফর্ম কিনেছে। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফরমের দাম পরিশোধ করা যাবে।

এইবাংলা /তুহিন 

- Advertisement -spot_img

সবশেষ খবর