ফটিকছড়ি প্রতিনিধি :::
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির এক নম্বর বাগান বাজার ইউনিয়নের রামগড় চা বাগানের এক নম্বর গেইটে রামগড়-হেঁয়াকো সড়কের পাশের অন্তত ৩০ টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। বুধবার ( ১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১২টার মধ্যে রামগড়-হেঁয়াকো সড়কের পাশের অন্তত ৩০ টি মেহগনি গাছ কেটে নিয়ে যায় বাগান কর্তৃপক্ষ ।
বাগানের শ্রমিকরা স্থানীয় সাংবাদিকদের জানান, বাগানের ম্যানেজার জয়নাল আবেদীনের নির্দেশে তারা গাছগুলি কেটে ট্রাক যোগে নিয়ে যায়।
এ সময় স্থানীয়রা ছবি/ভিডিও করতে চাইলে ম্যানেজারের অনুমতি ছাড়া ছবি তুলতে বাধা দেয়।তবুও উপস্থিত একজন ভিডিও করলে তার মোবাইল কেড়ে নেয় শ্রমিকরা। পরে ভিডিও ডিলিট করার পর মোবাইল ফেরত দেয়া হয়েছে।
জানা গেছে, সড়কের ধারের এসব গাছের মালিক সড়ক ও জনপথ বিভাগ হলেও অবৈধভাবে বনবিভাগের অনুমতি ছাড়া ৪০/৫০জন শ্রমিক দিয়ে দিনে দুপুরে গাছ কেটে নেয় চা বাগান ম্যানেজার।
খবর পেয়ে দাঁতমারা ও হেঁয়াকো বনবিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কর্তন করা গাছ উদ্ধারে গেলেও তারা চা বাগানের লোকজনের মারমুখী আচরণে পিছু হটতে বাধ্য হন।
রামগড় চা বাগান ম্যানেজার জয়নাল আবেদীনের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেন নি।