Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeদেশগ্রামলালপুরে ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

লালপুরে ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও দেশের অন্যতম বৃহৎ কালীপূজা এবং মেলা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী মনোজ কুমার।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সারে এগারোটার দিকে উপজেলার বুধপাড়া শ্রীশ্রী কালীমাতা মন্দিরে আসেন তিনি ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পূজা ও মেলা পরিদর্শন শেষে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এর আগে, গত সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার পর ধর্মীয় রীতি অনুযায়ী কালীমাতা মন্দিরে শুরু হয় ৫৩৬তম কালীপূজার অর্চনা। দেশ-বিদেশের ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী এ ধর্মীয় মিলনমেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী রোববার (২৬ অক্টোবর) শেষ হবে।

মন্দির সূত্রে জানা গেছে, নবাবী আমলে বর্গীয় অত্যাচার থেকে বাঁচতে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া এলাকা থেকে প্রায় ৬০টি কাঁসাশিল্পী পরিবার লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। হিন্দু সম্প্রদায়ের এসব শিল্পীরা ৮৯৭ বঙ্গাব্দে (১৪৯০ খ্রিস্টাব্দ) শীষচন্দ্র চক্রবর্তীর দানকৃত জমিতে খড়ের ঘরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী কালীমাতা মন্দির।

ভারতীয় হাইকমিশনার আশা উপলক্ষে লালপুরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরাদার করে লালপুর উপজেলা প্রশাসন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি নিজে উপস্থিত থেকে ভারতীয় হাইকমিশনার মহোদয়কে রিসিভ করি। তার আশা উপলক্ষে আমরা লালপুরের সমস্ত জায়গায় ও মেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্দির কমিটির সভাপতি শ্রী শতদল কুমার পাল, সেক্রেটারি শ্রী আনন্দ কুমার সাহা, কোষাধক্ষ্য আশীষ কুমার সুইট ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপেন্দ্রনাথ সাহা প্রমুখ।

এ সময় দেশ-বিদেশের হাজারো ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।

এই বাংলা/এমএস

টপিক