26 C
Dhaka
Thursday, October 2, 2025

কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীর ফিলিং স্টেশন ভাংচুর,ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

নাদিরা শিমু, চট্টগ্রাম ::

তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে  চট্টগ্রামের  সীতাকুণ্ডে বুধবার ভোর পাঁচটার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি ফিলিং স্টেশন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ওই ফিলিং স্টেশনটি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মালিকানাধীন বলে জানা গেছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে সোনালী সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটায় দুর্বৃত্তরা । এসময় ফিলিং স্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে  প্রতিষ্ঠানটির কর্মচারীরা আতন্কে স্থানত্যাগ করে৷

ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, একটি মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত কারে করে এসে ফিলিং স্টেশনে হামলা চালায় মুখোশ পরা ১০-১২ জন ব্যক্তি। হামলাকারীরা প্রথমে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর হকিস্টিক দিয়ে ফিলিং স্টেশনের কার্যালয়ের সব কটি কাচ ভেঙে দেয়। পুরো ঘটনাটি ঘটাতে তাদের ১০ মিনিট সময় লাগে। এবিষয়ে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার।

এছাড়া অবরোধে দিনের শুরুতে খাগড়াছড়ি ও ফেনীতে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কার্গো ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা । খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বেলা সাড়ে ১১টার দিকে একটি মালবাহী (কার্গো) ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ছুটে গিয়ে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। জেলার পুলিশ সুপার মুক্তা ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অবরোধে বেশ কয়েকদফা  চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করা হয়েছে।  চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি নাজিমুর রহমান নাজিম অবরোধের সমর্থনে মিছিলে নেতৃত্ব দেন। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পালের নেতৃত্বে পৃথক পৃথক দুটি মিছিল বের করে ছাত্রদল। এছাড়া অবরোধের সমর্থনে উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

 

- Advertisement -spot_img

সবশেষ খবর