শহিদুল ইসলাম, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচিত হওয়ার চার মাস ১৬ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়র হিসেবে দায়িত্ব নেবার মধ্যদিয়ে টানা একদশক পরে আরিফুল হক চৌধুরী যুগের অবসান হলো।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরভবনে বিদায়ী মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, বিদায়ী ও নবনির্বাচিত মেয়রদ্বয়ের স্ত্রী-সন্তান, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা।
এ সময় আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘ নগর পিতা হিসেবে নয় সিলেটবাসির সেবক হিসেবে সব দলমত, শ্রেণী -পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। আধ্যাত্মিক নগরী সিলেট শহরকে সারা বিশ্বের কাছে উন্নত ও স্মার্ট শহর হিসেবে পরিচিতি এনে দিতে পারলেই নিজেকে সফল মনে করবো। ‘
২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় সিলেটের নির্বাচিত মেয়রকে চার মাস অপেক্ষা করতে হলো। সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব নিয়েছিলেন ২০১৮ সালের ৮ অক্টোবর। সে হিসাবে আগামী ৭ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এরআগে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজারে পৌঁছান।এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।
এইবাংলা /হিমেল