কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলায় রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সরেজমিনে ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান, শুক্রবার (২৪অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসার পথিমধ্যে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের ছিন্নভিন্ন লাশ পথচারীরা দেখতে পায়। পথচারীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করেন।

ট্রেনে কাটা পড়া কিশোরটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মোনায়েম খাঁর ছেলে মোঃ মাসুদ মিয়া(১৭) বলে জানা যায়। কিন্তু মাসুদ মিয়া কি কারণে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।
এই বাংলা/এমএস
টপিক
