24.5 C
Dhaka
Friday, October 3, 2025

আজমপুরের জামতলায় অনুমোদিত নকশা না মেনে চলছে বাড়ি নির্মাণ

আরও পড়ুন

গুল নাহার :::

রাজউক অনুমোদিত নকশা না মেনে বাড়ি নির্মাণের অভিযোগ এনে নোটিশ নেয়া হয়েছে রাজধানীর আজমপুর এলাকার কাঁচাবাজার সংলগ নির্মাণাধীন একটি ভবন মালিককে। নুরুজ্জামান নামের এই বাড়ি মালিককে সাত দিনের ভেতরে অথরাইজ অফিসারের কাছে রাজউক অনুমোদিত নকশা উপস্থাপন করার কথা বলা হলেও তিনি নকশা জমা দেন নি।

জানা যায়,  রাজউকের অথরাইজ অফিসার ২রা নভেম্বর  ( উত্তরা -২) দক্ষিণখান থানাধীন  আজমপুর কাঁচাবাজারের জামতলাস্থ নুরুজ্জামান রানাকে ( পুরাগ মৌজার  সিএস-১৮০ আরএস-৩৩৪,এম এস -৩২০৪) অনুমোদিত নকশা দাখিলের নোটিশ দিয়েছেন।

স্থানীয়রা জানান, বাড়ি মালিক রাজউক অনুমোদিত নকশা না মেনেই বাড়ি নির্মাণ করে চলেছেন। নকশা দেখানোর কথা বললেও তারা নকশা দেখাতে চান না রাজউকের তদারকি কর্মকর্তাকে।

নকশা উপস্থাপনের নোটিশের বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিক নুরুজ্জামান রানা সাড়া দেন নি।

- Advertisement -spot_img

সবশেষ খবর