কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি :
শহীদ আলিফ হত্যার দ্রুত বিচার কার্যকর, গাজীপুরের টঙ্গী বিটিসিএল জামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ মাদানি কে গুম করে হত্যার চেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে নাগেশ্বরী উপজেলায় “ওলামায়েকেরাম ও তৌহিদী জনতার” আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনা সূত্রপাত :ঐতিহাসিক ২৪ জুলাই -আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ইসকন নেতা চিন্ময় দাস বড়ুয়ার নেতৃত্বে দেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছিল ভারত সমর্থিত উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকন। এই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক ষড়যন্ত্র থেকে সরে যায়নি এই জঙ্গি সংগঠন ইসকন।
ওই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলার ওলামায়েকেরাম ও তৌহিদি জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী বাসস্ট্যান্ড জামে মসজিদের সামন থেকে শুরু করে নাগেশ্বরী শহর প্রদক্ষিণ করে নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য পেশ করেন মাওলানা শফিকুল ইসলাম, মুফতি সেলিম আব্দুল্লাহ, মুফতি নজরুল ইসলাম কাসেমী, নাগেশ্বরী ইসলামী আন্দোলন শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা বলেন যদিও বাংলাদেশে ৯৫ ভাগ মুসলমান বসবাস করে তারপরেও এটি একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু সাম্প্রতিক উগ্র হিন্দু সংগঠন ইসকন দেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত করার অপচেষ্টায় লিপ্ত। ইসকন যদি এই হীন ষড়যন্ত্র না থামায় তাহলে আমরাও বদরের যুদ্ধের মত তাদের কেউ সমচিত শিক্ষা দিব। বক্তারা আরও বলেন এই দেশ শাহজালালের ও শাহ পরানের বাংলাদেশ। বক্তারা ভারতবর্ষের ইসলামের ইতিহাসের মহানায়ক মোহাম্মদ বিন ঘুরি ও সম্রাট বাবরের বীরত্বের কথা উল্লেখ করেন।
সমাবেশ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, বিভিন্ন দেশে মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন দমনে মহান আল্লাহ তালার সাহায্য কামনা করে মুনাজাত করা হয়।
এই বাংলা/এম এস
টপিক
