নিজস্ব প্রতিবেদক :::
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন রাজনৈতিক সংকট দূর করার সামর্থ্য নির্বাচন কমিশনের নেই। সংকট দূর করার মত ম্যান্ডেটও নেই। শনিবার (৪ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ আলোচনায় ২৬ টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তারা বলেছে দেশে নির্বাচনের অনুকুল পরিবেশ নেই। তাই নিজেদের মধ্যে বৈঠক করে রাজনৈতিক দলগুলোকেই একটি অনুকূল নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আর এ জন্যই এ বৈঠকের আহ্বান।অংশ না নেয়া দলগুলোর পরেও আসার সুযোগ আছে। সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে সংলাপের পরামর্শ দেন তিনি। ‘
৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সকালের বৈঠকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল- আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, এলডিপি, তৃনমূল বিএনপি, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিজেপি, সিপিবি, বাংলাদেশ মুসলীম লীগ, এনপিপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, খেলাফত মজলিশ, বিএমএল, বিএনএফ, গণফ্রন্ট ও ইনসানিয়তা বিপ্লব বাংলাদেশকে।
প্রথম ধাপে যে ৯ দল বৈঠকে উপস্থিত হয়নি তাদের মধ্যে রয়েছে- এলডিপি, বিজেপি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, সিপিবি, গণতন্ত্রী পার্টি, বিএমএল, বাংলাদেশ মুসলিম লীগ, খেলাফত মজলিশ।
বিকেল সাড়ে তিনটার বৈঠকে ডাকা হয়েছে- বিএনপি, জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ তরীকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাসদ, জেএসডি, জাকের পার্টি, বাসদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মুক্তিফৌজ, বাংলাদেশ জাসদ ও বিএনএম-কে।
আমন্ত্রণে সাড়া দেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে তিনি গণমাধ্যমকে তিনি জানান, আহ্বানে সাড়া দেয় আওয়ামী লীগসহ ২৬টি রাজনৈতিক দল। বিএনপিসহ ১৮টি দল আলোচনায় অংশ নেয়নি।
এদিকে, বৈঠকে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে এমন কথা কোথাও লেখা নেই। আলোচনায় বিএনপির সাড়া না দেয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিরা বলেন, জনসমর্থন নেই বলেই বিএনপি নির্বাচনে আসবে না।
শনিবার আলোচনা শেষে তৃণমূল বিএনপির নেতারা জানান, জনগণের আস্থা থাকবে এমন নির্বাচন চান তারা। আর বিকল্প ধারা বলছে, নির্বাচনে না আসার মত পরিবেশ এখনও তৈরি হয়নি।২০২২ সালের জুলাই ও এ বছরের মার্চে নির্বাচন কমিশন ডাকলেও সাড়া দেয়নি বিএনপি। নভেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে দ্বাদশ জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।