নিজস্ব প্রতিবেদক :::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের একটি সূত্র।
বিএনপি মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বলেন, ‘ রাত পৌন একটার দিকে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়ে যায়। ‘
আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলাসহ সম্প্রতি অনেকগুলি মামলা দায়ের করা হয়েছে। তাকে যে কোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হবে।’
এরআগে ২৯শে অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। একইদিন আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায়ও তল্লাশি চালিয়েছিল পুলিশ ।
বিএনপির মহাসচিবসহ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেফতারের পর বাকী নেতাদের অনেকেই গ্রেফতারের আশংকায় আত্মগোপন করেছেন।বিশেষ করে দলটি যখন তাদের ‘সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের’ কর্মসূচি পালন করছে তখন সিনিয়র নেতাদের গ্রেফতার বা আত্মগোপন নতুন করে দলটির জন্য কোন সংকট তৈরি করছে কি-না সেই প্রশ্নও উঠছে।