25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

রবিবার থেকে ৪৮ ঘন্টা অবরোধ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক ::

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, আগামী রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সারা দেশের সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত রোববার সন্ধ্যায় হরতাল শেষে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। যা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি। 

- Advertisement -spot_img

সবশেষ খবর