26 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুন্ডে ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে গিয়ে লরী চাপায় ব্যবসায়ীর মৃত্যু

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি লরির ধাক্কায় মো. মনা মিয়া নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পন্হিছিলা এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মনা মিয়া উপজেলার উত্তর বাজারে মাছের আড়তের মাছ বিক্রেতা বলে জানা গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। নিহতের বাড়ি মীরসরাই।

ফায়ার সার্ভিস জানায়, রাতে মাছের আড়ত থেকে বাড়ি যাওয়ার পথে পন্হিছিলা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় দৌড়ে পালাতে গিয়ে একটি অজ্ঞাতনামা লরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,স্থানীয়দের ভাষ্যমতে নিহত মনা মিয়া সম্ভবত সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি যাচ্ছিলেন। পন্হিছিলা এলাকায় ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতে চাইলে সে দৌড় দেয়। এ সময় একটি লরির ধাক্কায় সে ঘটনাস্থলে প্রাণ হারায়। আমরা লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি। তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

 

- Advertisement -spot_img

সবশেষ খবর