নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি :
নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে ওমর হাসান উরফে ওমর ফারুক কে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
শুক্রবার সকালে বিটঘর বাজারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। গ্রামের আপামর জনসাধারন মহেশপুর গ্রাম থেকে শত শত মানুষ জড়ু হয়ে বিশাল আকারে একটি মিছিল নিয়ে মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন ওমর ফারুক একজন সহজ সরল প্রকৃতির লোক ছিল পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজও পড়তেন কারো সাথে ঝগড়া-বিবাদে কখনো জড়াতে দেখিনা। তাকে কেন এভাবে নিঃসংস্থ হত্যা করেছেন তা প্রশাসনকে খতিয়ে বের করার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য গত ১৭ ই অক্টোবর উমর ফারুকে সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে দুই বন্ধুর তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়ার জের ধরে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের সিঁধ কেটে উমর ফারুকের ঘরে প্রবেশ করে। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। পু
লিশের সাঁড়াশি অভিযানে খায়রুল কেগ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
