25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

আবারো পূজা মণ্ডপে কোরআন রাখার প্রচেষ্টা

আরও পড়ুন

নিয়াজ তুহিন ||

কুমিল্লার মতো সনাতন ধর্মাবলম্বীদের দূর্জাপূজার মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার চেষ্টা করা হয়েছে দাবি হাটহাজারী পূজা উদযাপন কমিটির। পবিত্র কোরআন শরীফসহ একজন দর্শনার্থীদের হাতে ধরা পড়ার পর তাকে ‘পাগল ‘ আখ্যা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি পূজা মণ্ডপে এমন ঘটনা ঘটেছে। পূজা উদযাপন কমিটির নেতারা ক্ষোভ প্রকাশ করলেও, পুলিশ বলছে মন্ডপের আশপাশে ঘুরাঘুরি করা লোকটি পাগল।

শনিবার (২১ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার মির্জাপুর সোমপাড়া দুর্গা পূজামণ্ডপ থেকে কোরআন শরীফসহ ওই যুবককে আটক করা হলেও তাকে ‘পাগল’ বলে ছেড়ে দেন দায়িত্বে থাকা এসআই জসিম। মির্জাপুর সোমপাড়া পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফসহ আটক যুবককে ছেড়ে দেওয়ার পর গণমাধ্যমকর্মিরা তৎপর হলে তাকে নাজিরহাট থেকে পুনরায়  ধরে আনে পুলিশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ‘ শনিবার সন্ধ্যার পর থেকে একজন সাদা কাপড় পড়া লোককে দেখতে পায় স্থানীয়রা। তার মুখে দাঁড়ি এবং হাতে একটা থলে ছিল। লোকজনের ভীড়ে সন্ধ্যার পর ওই যুবক পূজামণ্ডপে ঢুকে পড়ে। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পূজা কমিটির নেতারা।

এসময় ওই যুবকের হাতের থলের ভেতর থেকে একটি পবিত্র কোরআন শরীফসহ কয়েকটি ইসলাম ধর্মের বই উদ্ধার করে মণ্ডপের দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এক বছর ধরে হাটহাজারী  উপজেলার একটি মন্দিরের জমি দখল করা নিয়ে কেন্দ্রীয়  বিএনপি এক নেতা ও তার ছেলের সাথে বিরোধ চলে আসছে। দ্বন্দ্বের জেরে পুরো উপজেলা জুড়ে দূর্গা পূজাকে বিতর্কিত করা হতে পারে এমন আশংকায় প্রতিটি মন্ডপে সতর্ক থাকার প্রস্তুতি নেয় পূজা উদযাপন কমিটি। ‘

মির্জাপুর সোমপাড়া দুর্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ নাথ বাবু  বলেন, ‘প্রথমে তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে আমরা নিন্দা জানাই। পরে আবারও আটক করা হয়েছে। তবে সে যেন আবারও ছাড়া না পেতে পারে, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে এবং আইনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে।’

খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রামের হাটহাজারীতে প্রাচীন মন্দির মেখল পুণ্ডরীক ধামের অধীন লক্ষ্মী জনার্দন সরোবরের জায়গা দখল নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তার ছেলে মীর হেলালের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। সোমপাড়া মন্দিরটিও পুন্ডরীক ধামের কাছাকাছি।

চলতি বছরের ১৮ই জুন,  চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই বিএনপি নেতার বিরুদ্ধে স্পষ্ট  অভিযোগ করেছিলেন  ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

খোঁজ নিয়ে জানা যায়,  পুণ্ডরীক ধামের মানুষের সঙ্গে এলাকার ইসলাম ধর্মাবলম্বী লোকজনের সুসম্পর্ক রয়েছে। কিন্তু বিএনপি নেতা মীর নাছির ও তার ছেলে মন্দিরের জায়গা দখল করে সেবায়েতদের চলাচলের পথ রুদ্ধ করার মাধ্যমে এলাকায় অরাজকতা ও সাম্প্রদায়িক রেষারেষি তৈরি হয়েছে।  পূজার আগেও সাধু-সন্ন্যাসীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

সোমপাড়া পূজা উদযাপন কমিটির নেতারা জানান, আটক করে পুলিশে দেবার পরে দ্রুত সে কিভাবে নাজিরহাট চলে গেলো ; সেটিও খতিয়ে দেখতে হবে। শুরুতে পাগল বলা হলেও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ এক নেতার সাথে ওই যুবকের সুসম্পর্ক রয়েছে এমন তথ্য মিলেছে। সেই ছাত্রদল নেতা ব্যারিস্টার মীর হেলালের অনুসারী। একারণে দূর্গা পূর্জাকে বিতর্কিত করে ধর্মীয় সংঘাত তৈরির  পরিকল্পনা একেবারে পরিস্কার।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের এএসপি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ একজন যুবককে মন্ডপের আশপাশে  সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়েছে পূজা কমিটির। তার সাথে ধর্মীয় বইপত্র থাকায় সন্দেহ তৈরি হয়েছে।  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘

এদিকে, হাটহাজারী বিএনপির নেতারা বলেন, ‘ মির্জাপুরের পূজামন্ডপে কোরআন ও ধর্মীয় বইপত্র নিয়ে ঘুরাঘুরি করা যুবক কুমিল্লার ঘটনার মতো দাবার  সাজানো গুটি। প্রকৃত ঘটনা উদঘাটন না করে  বিএনপিকে জড়ানো অবান্তর। ‘

সুত্রমতে, ছাত্রদল নেতা তকীবুল হাসান তকীসহ বেশকিছু যুবক শুক্রবার থেকে হাটহাজারীর বিভিন্ন মন্দিরে ঘুরাঘুরি ও পরিবেশ সম্পর্কে খবর নেয়৷ একারণে পূজা উদযাপন কমিটির  সন্দেহের তীর বিএনপির দিকে।

এরআগে ২০২১ সালে  কুমিল্লার একটি পূজা মণ্ডপে মূর্তির পায়ের কাছে কোরআন রাখার ঘটনা সারাদেশে ক্ষোভের সঞ্চার ঘটেছিলো৷ সেই ঘটনার পর কুমিল্লা,   চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ছাড়াও কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও গাজীপুরসহ কয়েকটি জায়গায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছিলো।

- Advertisement -spot_img

সবশেষ খবর