আন্তর্জাতিক ডেস্ক ::
ফিলিস্তিনে ইজরায়েলী দখলদার বাহিনীর তান্ডবের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি ছয় বছরের শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে তার বাড়িওয়ালা। ইসরায়েল-গাজা সংঘাতের জেরে মুসলিম বিদ্বেষী হয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন জোসেফ কুবা (৭১) নামক ব্যক্তি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
ছেলেটির মাকেও গুরুতর আহত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ রোববার ঘটনাটিকে বুদ্ধিহীন এবং কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছে। ভুক্তভোগি মা ও শিশু ওই বাসার নিচতলায় দুই বছর ধরে বাস করছে।
উইল কাউন্টি শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘গোয়েন্দারা তদন্তে বলেছেন, এই নৃশংস হামলার শিকার দুজনই সন্দেহভাজনের মাধ্যমে লক্ষ্যবস্তু হয়েছিল। কারণ তারা মুসলিম এবং মধ্যপ্রাচ্যের চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ এতে প্রভাব ফেলেছে।’
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার শোক জানিয়েছেন। এ ঘটনাকে ঘৃণার বিষবাষ্প হিসেবে উল্লেখ করেছেন।
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসকে অবশ্যই উপড়ে ফেলতে হবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোন পথ অবশ্যই পাওয়া যাবে।
সিবিসি সিক্সটি মিনিটস-কে দেয়া এক সাক্ষাৎকারে ইরান ও হেজবুল্লাহকে এই সংঘাতে জড়িয়ে তা আরো না বাড়ানোর জন্য সতর্ক করেন।
“এই মুহূর্তে গাজায় ইসরায়েলি দখলদারিত্ব সমর্থন করেন কিনা” এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা হবে একটি “বড় ভুল”।
মি. বাইডেন বলেন, “হামাস এবং হামাসের অংশগুলো চরমপন্থি উপাদানগুলো পুরো ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। আর আমার মনে হয় আবারো গাজার দখল নেয়াটা ইসরায়েলের জন্য একটি ভুল পদক্ষেপ হবে।”