26 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান

আরও পড়ুন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করা হয়েছে।

আজ বেলা ১টার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক ও বাইসাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল । উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শিরীন আক্তার, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মহেশ হেমব্রম প্রমূখ। পরে ৬ জন ভিক্ষুককে পূর্ণবাসনের দোকান ঘর ও পন্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে সকালে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

- Advertisement -spot_img

সবশেষ খবর