27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত উৎপত্তিস্থল ভারতের মেঘালয়

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিলো ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও এর কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্র ছিলো ভারতের আসামে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২৩৬ কিলোমিটার উত্তরে।

তিনি বলেন, বেশ ঝাঁকুনি হয়েছে। ভূমিকম্পে মোটামুটি সারাদেশই কেঁপেছে।

এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প অনূভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো পাঁচ দশমিক দুই। এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক ২ এবং উৎপত্তিস্থল ছিলো টাঙ্গাইল।

এইবাংলা/ প্রিন্স আচার্য্য/ সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর