কক্সবাজার প্রতিনিধি
গত বৃহঃস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিনের ছুটির সাথে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক গুণ অর্থ আদায় করছেন হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটনখাত সংশ্লিষ্টরা।
সরকারী ছুটির কারনে কক্সবাজারের হোটেল মোটেল গুলোর শতভাগ বুকিং সম্পন্ন হয়েছিল।
বৃহস্পতিবার সকাল থেকেই পর্যটকরা কক্সবাজার এসে ডুকেন। পর্যটক আগ থেকে পর্যটকদের জন্য ৬০ শতাংশ ছাড়ের একটা প্রতিশ্রুতি দেওয়া হলেও হয়েছে উল্ঠো। ছাড়ের সেই প্রতিশ্রুতি পালন করছেন না হোটেল মোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট সকল খাতের ব্যবসায়ীরা।
পর্যটকদের অভিযোগ পর্যটন দিবস উপলক্ষে ছাড়ের প্রতিশ্রুতি পাওয়ার ফলে আমরা কক্সবাজার ঘুরতে আসলেও কক্সবাজারে এখন ঠিক তার বিপরীত চিত্র । কোথাও কোনো ছাড়ের নাম নিশানা নেই।
ঢাকা থেকে আগত একজন পর্যটক বলেন, কক্সবাজারের যেসব কটেজের ভাড়া ৩০০ থেকে ৫০০ ছিল সেসব কটেজের ভাড়া এখন ১৫০০ থেকে ২০০০।
এছাড়া ও মেলায় অবস্থিত শালিক রেস্টুরেন্টে নতুন মূল্য তালিকা নির্ধারণ করে একটি রুটির দাম ৮০ টাকা রাখা হচ্ছে। যা কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছে রীতিমতো অবিচার ঠেকেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যবসায়ী বলেন, কক্সবাজারে তারকা মানের হোটেল ছাড়া কোনো হোটেল রেস্টুরেন্টে মূল্য তালিকা দেওয়া নাই।
জানতে হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদারের সাথে যোগাযোগ করা হলে উনি বলেন, তাদের সংঘটনভুক্ত যে ৯০ টি হোটেল রয়েছে তারা নির্দেশনা মোতাবেক শতভাগ ছাড় দিয়েছে তারপরও কিছু কিছু হোটেল নির্দেশনা পালনে অপারগতা দেখাচ্ছে ।
তিনি আরও বলেন, হোটেল মালিক সমিতির পর্যবেক্ষক টিম ছাড়ের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে টানা তিনদিন সরকারী ছুটি থাকার কারণে ৫০ ভাগ হোটেল নির্দেশনা প্রকাশের আগেই বুকিং সম্পন্ন হয়েছিল।
কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আগত পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে তা ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথেই জেলা প্রশাসনের টহল টিম মাঠে কাজ করছে। যারাই পর্যটক হয়রানিতে জড়িত থাকুক না কেন সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া পর্যটন মেলা ও বীচ কার্নিবালে আগত পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় অনেকেই তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেন নি।