ইদ্রিস নিজামী ||
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্লেট-চাপায় এক নিহত শ্রমিক নিহত হবার মামলাই গ্রহন করে নি পুলিশ। পুলিশ ও শিপ ইয়ার্ড মালিকের সমঝোতার কারণে মামলা নিকে অস্বীকার করে পুলিশ। অবশেষে ঘটনার ২৮ ঘন্টা পর নিহত শ্রমিক উত্তম কুমার নাথের (৪২) অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।
গত শনিবার বিকেল ৪টায় বার আউলিয়ায় এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডে প্লেট-চাপায় তাঁর মৃত্যু হয়। কিন্তু এ ঘটনায় পুলিশ নামমাত্র অপমৃত্যু মামলা দিয়ে ইয়ার্ড মালিকের পক্ষে অবস্থান নেয়। অবশেষে ২৮ ঘণ্টা পর গতকাল রবিবার রাত ৮টায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।
২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান জানান, এই শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক শ্রমিক উত্তম কুমার নাথের মৃত্যুর ঘটনাটি প্রথম থেকে ধামা চাপা দেবার চেষ্টা করে। দুই দিন পর গতকাল রবিবার রাতে এই শ্রমিকের মরদেহ বাড়িতে নিয়ে এলে তাঁর পরিবার ও আত্মীয়স্বজনরা হতবাক হয়ে যায়। নিহতের পরিবারকে মাত্র ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে ইয়ার্ড মালিক।।
এদিকে ইয়ার্ড মালিক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে নিহত শ্রমিকের পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও দেয়া হবে।
ওই শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে লেবার কোর্টের মাধ্যমে আরো এক লাখ টাকা প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান জানান, নিহত শ্রমিকের সুরতহাল রিপোর্ট না পাওয়ায় মামলা হতে বিলম্ব হয়েছে। মালিকপক্ষের সাথে সমঝোতা করার অভিযোগ ভিত্তিহীন।
উল্লেখ্য, গত শনিবার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ আলী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড সংলগ্ন আনোয়ার ও মাহবুবের যৌথ মালিকানাধীন এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়।