25 C
Dhaka
Thursday, October 2, 2025

কক্সবাজারে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষে চা দোকানদারের মৃত্যু

আরও পড়ুন

কক্সবাজার প্রতিনিধি :::

কক্সবাজারের চকরিয়ায় দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ফোরকানুল ইসলাম (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়া হামলা চালিয়ে ওসির গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. মনির ও কুতুব উদ্দিন নামে ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাঁশঘাট রোডের মাথায় এ ঘটনা ঘটে।

নিহত ফোরকানুল ইসলাম (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আবদুল বারী পাড়ার আবুল ফজলের ছেলে। তিনি পেশায় চা দোকানদার ছিলেন।

জানা গেছে, বিকাল সাড়ে চারটার দিকে চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। ওই এলাকায় পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবস্থান করছিল। জানাজা শেষে যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে কিছু লোক। এ সময় ইউএনও ও ওসির গাড়ি ভাঙচুর করে তারা। এদিকে গুলিতে নিহত ফোরকানুল ইসলামের লাশ হাসপাতালে রয়েছে। সে কাদের গুলিতে নিহত হয়েছে তা কেউ বলতে পারছে না। সে জানাজায় অংশগ্রহণ করেছিল বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, কার গুলিতে কে নিহত হয়েছে আমি জানি না। জানাজা শেষে ফেরার পথে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও ইউএনও’র গাড়ি ভাংচুর করে।

- Advertisement -spot_img

সবশেষ খবর