26 C
Dhaka
Thursday, October 2, 2025

রাঙ্গামাটি কুতুকছড়িতে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

রাঙ্গামাটি কুতুকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (৯আগষ্ট) সন্ধ্যায় রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ারসার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা।

স্থানীয়সূত্রে জানাগেছে, কুতুকছড়ি বাজারে দোকান থেকে বিদ‍্যুৎ সর্ট সার্কিট এর মাধ্যমে প্রথমে আগুনের সূত্রপাত হয়েছে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ছোট-বড় অনেকগুলো দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয়দের সাথে ফায়ারসার্ভিস ও সেনাবাহিনী যোগ দিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর