25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

ব্যর্থ মেয়র রেজাউল করিমের পদত্যাগ দাবিতে মানববন্ধন

আরও পড়ুন

নাদিরা শিমু :::

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ তকমা পাবার পরে এবার জলাবদ্ধতা ইস্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিমের পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে বাসদ। সোমবার (৭ ই আগস্ট) বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলার শাখার নেতাকর্মীরা এই মানববন্ধন করেছে জলজটের নগরী চট্টগ্রামে।

মহানগরীর নিউ মার্কেট মোড়ে বিকাল ৪ টায় জেলা ইনচার্জ আল কাদেরী জয় ও সদস্য রায়হান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য আকরাম হোসেন, ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি মিরাজ উদ্দীনসহ অন্যন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,” জলাবদ্ধতা নিরসনে ১১ হাজার ৩৪৪ কোটি টাকার কাজ চলছে। আগামী জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পানিতে ডুবে গেছে বাড়ির উঠান ও সড়ক। তাই রিকশায় চড়ে বাড়িতে প্রবেশ করছেন চট্টগ্রাম সিটির মেয়র রেজাউল করিম চৌধুরী। গত ছয় বছরে ৫ হাজার ৭৯০ কোটি টাকা খরচ হলেও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন তো হয়নি; বরং প্রকট হয়েছে। এখন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আবার বেশি সময় ধরে পানি জমে থাকছে। ভারী বৃষ্টিতে বছরে অন্তত ৮ থেকে ১০ বার ডুবছে নগর।চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা দীর্ঘদিনের পুরোনো সমস্যা। এ সমস্যা নিরসন না হওয়ার জন্য একসময় অর্থ বরাদ্দকে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হতো। কিন্তু এখন সে সমস্যা নেই। বিপুল টাকা খরচ হলেও নগরবাসী সুফল পাচ্ছেন না। এ অবস্থায় সিটি করপোরেশন ও সিডিএ পরস্পরকে দায়ী করছে।

প্রতি বছরই বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সংকটে চট্টগ্রামবাসীকে দূর্ভোগ পোহাতে হয়। অথচ এর জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দ হয় কিন্তু কোন খাতে এবং কিভাবে তা ব্যয় হয়,তা নিয়েও কোনো স্বচ্ছতা নেই। প্রশ্ন করলেই এই দুই প্রতিষ্ঠান একে অপরের গায়ে দোষ চাপায় অথচ নগরবাসীকে নাকাল পরিস্থিতিতে পড়তে হয় বছর বছর। নালানর্দমা,খাল,জলাশয় পরিষ্কার করে বর্ষার অতিরিক্ত পানিপ্রবাহের সহজ সমাধান করতে তারা ব্যর্থ, অথচ ফ্লাই ওভার,কিংবা হাইওয়ে এক্সপ্রেসের মতো মেগা প্রকল্পের দিকেই তাদের নজর।

বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং পাহাড় কেটে পরিবেশবিধ্বংসী কর্মকান্ডের ফলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। নগরীর জলাবদ্ধতায় তীব্র যানজটে ও ঘরে আটকে পড়া কর্মজীবী মানুষকেই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অথচ প্রশাসনের দিক থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।”

সমাবেশ থেকে অবিলম্বে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতার সমস্যা নিরসনের কার্যকর পদক্ষেপ নেয়া এবং দায়িত্ব পালনে ব্যর্থ চসিক মেয়রকে অপসারণের দাবি জানানো হয়।

এদিকে,  সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতার কারণে গাড়ি ছেড়ে রিকসায় চেপে অফিসে যাবার পথে মেয়র রেজাউল করিমের হাস্যমুখের ছবি ভাইরাল হয়েছে। জলাবদ্ধতার সমস্যার জন্য  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপর দায় চাপানোর পর  নেটিজেনরা মেয়রের সমালোচনায় মুখর রয়েছেন। তারা বলছেন জলাবদ্ধতা নিরসনে দশ হাজার কোটির প্রকল্প জলে বিলীন হওয়া ,  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এসব চলমান প্রকল্পের সুফল না পাওয়ার দায় চসিকের। নগরের নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা তৈরির জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনই দায়ী। নগর পরিকল্পনাবিদদের মতে নগরের বিভিন্ন খালের মুখ ময়লা আবর্জনায় ভরাট হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যর্থতার জন্য।

- Advertisement -spot_img

সবশেষ খবর