Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeঅপরাধনারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নিরাপত্তা প্রহরী আবু হানিফকে পিটিয়ে হত্যার ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে তাদের শহরের খানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি ভবন মালিক মুশফিকুর রহমান জিতু, সাইদুল ইসলাম ও বাহার।
জানা যায়, নিহত আবু হানিফ বাগেরহাট জেলার শরণখোলা থানার খোককান্দা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের খানপুর এলাকার ‘জিতু ভিলা’ ভবনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আসামিরা ও আরও অজ্ঞাতনামা কয়েকজন মিলে হানিফকে প্রথমে খানপুর জোড়া ট্যাংকি মাঠে নিয়ে মারধর করে। পরে দুপুর দেড়টার দিকে থানায় নেওয়ার কথা বলে আবারও মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জের ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানেই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, যেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়েছিল, সেই ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, মঙ্গলবার নিহত হানিফের ভাই হযরত আলী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এই বাংলা/এমএস
টপিক