Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

নতুন রোমান্টিক গান ‘ট্রেডমিলে’ প্রকাশিত

বিনোদন ডেস্ক : সম্প্রতি নতুন রোমান্টিক মিউজিক ভিডিও ‘ট্রেডমিলে’ ইউটিউব চ্যানেল Sameer Express-এ প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন ড. কাজী সালেহীন, সুর ও সংগীত পরিচালনা...
Homeজাতীয়ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

ইবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

ইবি প্রতিনিধি :

আগামী ২৩ ও ২৪ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘Computing, Application and systems COMPAS 2025’ শীর্ষক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (২২ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গবেষণা সম্মেলনর বিষয়টি নিশ্চিত করা হয়। যেখানে বিশ্বজুড়ে গবেষক এবং শিক্ষাবিদরা একত্রিত হবেন।

IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ইবি কেন্দ্রীয় গবেষণাগার, আইসিটি বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে মূল প্রযুক্তিগত ট্র্যাকগুলির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সুরক্ষা, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন এবং অ্যালগরিদম।

এই গবেষণা সম্মেলনে ২৬ টি দেশের ২৫০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ৭৯০ টি গবেষণাপত্র জমা হয়েছে এর মধ্যে ২৪০টি গবেষণাপত্র গ্রহণযোগ্য হয়েছে। এ সম্মেলনে ৫১৮জন অনন্য লেখক গবেষণাপত্র উত্থাপন করেছেন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

মূখ্য আলোচক হিসেবে থাকবেন পাকিস্তানের ইন্সটিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর অধ্যাপক ড. তারিক রহিম সুম্র, অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন, বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. এম. সোহেল রহমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।

জেনারেল চেয়ারস হিসেবে থাকছেন- আই ইইই সিএস বিডিসি চেয়ার অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান ও আই ইইই সিএস বিডিসি পাস্ট চেয়ার অধ্যাপক ড. আহসান হাবীব তারেক।

টিপিসি চেয়ারস হিসেবে থাকবেন আই ইইই এস বিডিসি ইলেক্ট চেয়ার অধ্যাপক ড. ওবাইদুর রহমান ও আই ইইই বাংলাদেশ সেকশন পাস্ট চেয়ার অধ্যাপক ড. এম. মহসিনুল হক এবং অর্গানাইজিং চেয়ার হিসেবে আইইউ সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

আইইইই আইইউ শাখা, আইইইই কম্পিউটার সোসাইটি আইইউ স্টুডেন্ট চ্যাপ্টার, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি আইইউ স্টুডেন্ট চ্যাপ্টার এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আইসিটি (এসএআইসিটি) দ্বারা প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়।

প্রথম দিনটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এবং ইবনে সিনা বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় দিনটি ইবনে সিনা বিজ্ঞান ভবন এবং কুষ্টিয়ার দিশা টাওয়ারে অনুষ্ঠিত হবে।

এই বাংলা/এমএস

টপিক