25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

কৌশলী সরকার, প্রত্যয়ী বিএনপি

আরও পড়ুন

বিশেষ প্রতিনিধি :::

বিএনপিসহ সরকার বিরোধী দলগুলোর একদফার আন্দোলন ঠেকাতে কৌশলী পথে হাঁটছে আওয়ামী লীগ। আর সরকারের কৌশল বিবেচনায় রেখে আত্ন প্রত্যয়ী বিএনপি মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা যায়,  ২৯ শে জুলাই ঢাকায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের এ্যাকশন সরকারের কৌশলের অংশ। তবে পুলিশের নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার  সংস্থার তৎপরতার কারণে কিছুটা  বিব্রত সরকার। একারণে পুলিশ দিয়ে নয় আওয়ামী লীগের  নেতাকর্মীদের দিয়ে  মাঠ দখলে রাখার কৌশল নেয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপি, জামাতসহ সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া দলগুলো নির্বাচন ইস্যুতে  যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান পর্যবেক্ষণে রেখেছে। বলা হচ্ছে,  সরকারের পতনের আন্দোলন কতোটা জোরালো হবে সেটি নির্ধারণ করবে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটির ভারত থেকে ফেরার পর। আওয়ামী লীগের পাঁচ সদস্যের দল ভারত সফরে রয়েছে।

মানুষের ‘ভোটাধিকার’ আদায়ের লক্ষ্যে সম্প্রতি  রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। রাজধানীর ১২টি জায়গা থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারির সফরের মধ্যেই সেই সমাবেশে ব্যাপক লোক  সমাগম হয়েছে ।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের ‘যৌথ ঘোষণা’ ও ‘এক দফার’ যাত্রার দিনটিকে তাৎপর্যপূর্ণ করতে সমাবেশে লক্ষণীয় উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে আত্মপ্রত্যয়ী দলের শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগরের বাইরে এই সমাবেশে সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীসহ ঢাকার আশপাশের জেলা থেকেও নেতা–কর্মীরা সমাবেশে অংশ নেন। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, সরকারি কিছু কর্মকর্তার মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া দায়িত্ব নয়।

একদিকে, বিএনপি’র জোরদার আন্দোলন, অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর চাপ সবকিছু মিলিয়ে দলের কৌশল চুড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -spot_img

সবশেষ খবর