26 C
Dhaka
Thursday, October 2, 2025

আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহীম এর মৃত্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত

আরও পড়ুন

শহিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি :::

২০০৪ সালে ‌সিলেট তালতলা হোটেল গুলশানে ভয়াবহ গ্রেনেট হামলায় নিহত আওয়ামীলীগ নেতা মরহুম মোঃ ইব্রাহীম এর ১৮তম মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত হয়।

সভাপ‌ত্বি ক‌রেন মরহুম মোঃ ইব্রাহীম এর ছোট ভাই মোঃ জাফর ও বাবলা এন্ড ব্রার্দাস এর স্বত্তাধীকারী হাজী মোঃ র‌ফিকুল আলম। দোয়া প‌রিচালনা ক‌রেন মাও: মাহামাদ্দুল হাসান, মাও: শামশুল জামান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আব্দুল খা‌লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠ‌নিক সম্পাদকচ ডা. আরমান আহমদ শিপলু, হাসান মা‌র্কেটের সভাপ‌তি হাজী রইছ আলী চেয়ারম‌্যান, সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি’র প্রতিষ্ঠাতা আহবায়ক ‌মোঃ শ‌হিদুল ইসলাম, বি‌শিষ্ট ব‌্যবসায়ী এ.এইচ চৌধুরী সে‌লিম, শ‌হিদ আহমদ ও সমাজ কর্মী আ‌মিনুল ইসলাম বাবলা, মো‌মিনুল ইসলাম বাবর, এবং জেলা ও মহানগর‌রের নেত্রবৃন্দ সহ সি‌নিয়র রাজনী‌তি‌বিদ, সমাজ সেবক, ব‌্যবসায়ী মহ‌লের সু‌ধীজন।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর