প্রিন্স আচার্য্য, চট্টগ্রাম :::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা মুখি সড়কে কনটেইনারবাহী একটি কাভার্ডভ্যানের নিচে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে।
শনিবার (৫ আগষ্ট ) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কনটেইনারবাহী ভ্যানের নিচ থেকে তাৎক্ষণিকভাবে প্রাইভেট কারটিকে উদ্ধার করা সম্ভব হয় নি। ফলে, কারের ভেতরে থাকা যাত্রীদের কান্না আওয়াজ শুনা যাচ্ছিলো।
তবে পুলিশ জানিয়েছে, ৪০ টন ওজনের কন্টেইনারের চাপায় পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা ৪ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আল্লাহ রক্ষা করেছেন। নয়তো এ রকম দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি থাকে। প্রাইভেট কারে থাকা চার যাত্রীর মধ্যে শুধু চালক হালকা ব্যথা পেয়েছেন।’
এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি