কূটনৈতিক প্রতিবেদক :::
বাংলাদেশে মতপ্রকাশ ও বিরোধী দলের সমাবেশকে ঘিরে বল প্রয়োগ নিয়ন্ত্রণের আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। সাম্প্রতিক সহিংসতায় বিরোধী দলের সমর্থক এবং পুলিশ সদস্যদের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের (ওএইচসিএইচআর) প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। শুক্রবার (৪ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে ব্রিফিংয়ের প্রেসনোট প্রকাশ করে সংস্থাটি।
ব্রিফিংয়ে বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলো, তাদের সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ওএইচসিএইচআর-এর মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতা ঘটনা ঘটেছে।
প্রেস নোটে বলা হয়, এসব ঘটনায় বিরোধী দলের সমর্থকদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যও আহত হন।মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জেরেমি লরেন্স বলেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার চর্চার সুযোগ দিতে হবে। এতে বলা হয়, যদি বল প্রয়োগ করতেই হয়, বৈধতা, সংযমের ভিত্তিতে এবং যৌক্তিক কারণ সাপেক্ষে করতে হবে।
সম্প্রতি ১৪ জন মার্কিন কংগ্রেস সদস্য জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডকে একটি চিঠি দেন। ঐ চিঠিতে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ অবিলম্বে স্থগিত করতে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। মানবাধিকার কাউন্সিলের দেয়া এই প্রেসনোটকে ১৪ জন মার্কিন কংগ্রেস সদস্যের দেয়া চিঠির প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বাংলাদেশে রাজনীতির চরম মেরুকরণের’ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর ‘অত্যধিক বলপ্রয়োগ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসেও বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল-নাশিফ।
এদিকে, বাংলাদেশে অবিলম্বে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত ২৯ জুলাই বিরোধী দলের কর্মসূচিতে সহিংস আক্রমণের খবর যাচাইয়ের পর এই আহ্বান জানায় যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি।আজ শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।
এইবাংলা/ তুহিন