নিজস্ব প্রতিবেদক :::
বিচার বিভাগ বাংলাদেশের জনগণের সাথে নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান এর বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী এই কথা বলেন ।
বিপুলসংখ্যক বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এই জনসভায় হুমাম কাদের চৌধুরী বলেন, ” আমার বাবা হাসতে হাসতে প্রাণ দিয়েছেন । আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের সৈনিক , প্রয়োজনে আমরাও প্রাণ দেব । বিচার বিভাগ জনগণের সাথে যে তামাশা শুরু করেছে তার জবাব একদিন দিতে হবে । আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত সকল কর্মসূচি হামলা- মামলা উপেক্ষা করে জীবন বাজি রেখে সফল করা হবে”।
এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি