Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeরাজনীতিনির্বাচন প্রতিহতকারীদের জনগণ প্রতিহত করবে : আমান উল্লাহ

নির্বাচন প্রতিহতকারীদের জনগণ প্রতিহত করবে : আমান উল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি :

কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে। একটি দল পিআরের নামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, জনগণ তাদের রুখে দেবে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন আপনারা সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি বিজয়ী হয়ে জাতীয় সরকার গঠন করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন নাজিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক