26 C
Dhaka
Thursday, October 2, 2025

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে রংপুরে মঙ্গা হয় না – প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রংপুর প্রতিনিধি :::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের বাংলাদেশে দারিদ্র্যের হার কমাতে পেরেছি। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে এই রংপুরে কখনও মঙ্গা হয়নি। এই রংপুরে কখনও খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ও নৌকার মার্কা ভোট পেলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।’

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পেরেছি। কয়লার দাম ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ নিয়ে কয়েক দিন কষ্ট হয়েছে। এরপর এখন ঠিক হয়ে গেছে। বিদ্যুতের আর কোনও সমস্যা থাকবে না।’

তিনি বলেন, ‘আমি খালি হাতে আসিনি। আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। কতগুলো প্রকল্প উদ্বোধন করেছি। যাতে প্রত্যেকটা উন্নয়ন ত্বরান্বিত হয় তার ব্যবস্থা করেছি।’

- Advertisement -spot_img

সবশেষ খবর