হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অপরাধে সাতজনকে আটক এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২২ অক্টোবর) ভোর ৫ টার দিকে যৌথবাহিনীর সহায়তায় বদরগাজি ও হলহলিয়া এলাকায় অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও সময়ের আলোকে জানান, গোপন সংবাদে জানা যায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন চলছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে যৌথবাহিনীর সহায়তায় অভিযান করা হয়।
এসময় হলহদিয়া এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা, কাঠালবাড়ী এলাকার সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়াকে ৫০ হাজার টাকা, দেউন্দি এলাকার মৃত আয়ুব আলীর ছেলে আলী হায়দারকে ৫০ হাজার টাকা, তার ভাই মো. জসিম উদ্দিনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই এলাকার মৃত সিরাজ মিয়া তালুকদারের ছেলে খয়ের মিয়া তালুকদারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, সতং বাজার এলাকার আবদুল গণির ছেলে আবু সায়েমকে ১ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, হলহদিয়া এলাকার মৃত ডেঙ্গু খানের ছেলে আব্দুর রউফ খানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে চলতি মাসের ১২ অক্টোবর ১৪ জনকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এই বাংলা/এমএস
টপিক
