খাগড়াছড়ি প্রতিনিধি :
সার খুচরা বিক্রেতা আইডি কার্ডধারীদের রাখায় ট্রেড অর্গানাইজেশন লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার সকালে (২২ অক্টোবর)খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে সার সরবরাহের ক্ষেত্রে খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৯ সালের যে নীতিমালা বাতিল করে ২৬ নীতিমালা তৈরি করা হচ্ছে সেখানে খুচরা সার ডিলারদের বাতিল করার কথা রয়েছে। এদেশের প্রান্তিক কৃষক ভোগান্তিতে পড়বে। তাই নতুন নীতিমালা বাতিল করে পুরোনো নীতিমালা বহাল রাখার দাবি জানান।
এসময় খুচরা সার বিক্রেতা খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কনক ব্রত ত্রিপুরা নেতৃত্বে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: মোশাররফ, সিনিয়র সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মঞ্জুমদার, সাংগঠনিক সম্পাদক মো: হানিফ প্রমুখ।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলার সকল ওয়ার্ডের খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
এই বাংলা/এমএস
টপিক
