নীলফামারী প্রতিনিধি :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উঠান বৈঠক করেছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী ডোমার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন:- “আসন্ন নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জনগণের কল্যাণে কাজ করে, এজন্য আমরা বিজয়ের জন্য প্রস্তুত।”
উঠান বৈঠকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সদস্য আখতারুজ্জামান সুমন, ডোমার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন ডোমারে নির্বাচনী উঠান বৈঠকে তুহিন: বিএনপির বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
এই বাংলা/এমএস
টপিক
