অনলাইন ডেস্ক :
খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে ১৪২ জন আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই ব্যক্তি একাধিকবার আবেদন করায় তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অধিদপ্তরের উপপরিচালক আফিফ আল মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ ২০২৩ সালের ৩১ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৫ সালের ৯ মার্চের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫টি ক্যাটাগরির ১,৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করে। এর অংশ হিসেবে উপখাদ্য পরিদর্শক পদে আবেদন যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, কিছু প্রার্থী একই পদে একাধিকবার আবেদন করেছেন।
বেশ কয়েকজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য বা অন্যান্য তথ্য পরিবর্তন করে একাধিক আবেদন জমা দেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮ এর ‘ঙ’ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে— “কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।”
এ নিয়ম অনুযায়ী, ৪র্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক (গ্রেড-১৩) পদে জমা দেওয়া ৪,৭৮,৫৬১টি আবেদনের মধ্যে ১৪২টি আবেদন বাতিল করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
