পটিয়া প্রতিনিধি:
চট্রগ্রামের উপজেলার পটিয়া জেনারেল হাসপাতাল স্বাস্থ্যখাতে অবদান রাখার পাশাপাশি, সামাজিক দায়বদ্ধতা ও মাদকমুক্ত অসমাজিক কার্যকলাপ থেকে সমাজকে মুক্ত রাখার মানসে শিশু কিশোর এবং যুবকদের শারীরিক – মানসিক দৃঢ়তা, কলা কৌশল সুস্থতা ও মননশীলতার বিকাশ সাধন করার উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে ক্রীড়াকে অন্যতম হিসেবে বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান পটিয়ার সুনামধন্য প্রতিষ্ঠান ফুটবল একাডেমির সাথে জেনারেল হাসপাতালের স্পন্সর চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক, চেয়ারম্যান ডা,এ কে এম মহিউদ্দিন মানিক।
এসময় পটিয়া ফুটবল একাডেমির পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেছেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় মোঃ নাছির উদ্দিন।
গত ২১ জুলাই সকালে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগামী ৩বছেরের জন্য অফিসিয়াল টিম হিসেবে পটিয়া ফুটবল একাডেমি জেনারেল হাসপাতালের স্পন্সর টিম হিসেবে গন্য হবে।
ক্রীড়া জগৎকে আরো প্রসারিত ও শক্তিশালী করার লক্ষে পটিয়া জেনারেল হাসপাতাল স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভুমিকা রাখতে আগামী ০১আগষ্ট থেকে ৩০ ডিসেম্বর২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকবে।
চুক্তি অনুযায়ী পটিয়া ফুটবল একাডেমির সকল ফুটবলারদের চিকিৎসা সেবায় ৪০শতাংশ ছাড় পাবেন। এছাড়া খেলার জার্সি ও অন্যান্য সরঞ্জাম ও পটিয়া জেনারেল হাসপাতাল স্পন্সর করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস-চেয়ারম্যান বাহাদুর খাদেমী,ব্যবস্থাপনা পরিচালক ডা, এমদাদুল হাসান, পরিচালক এডমিন সাইফুল ইসলাম, ফুটবল একাডেমির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, সহ-সভাপতি মোঃ মিশকাত, একাডেমির সদস্য আবু হান্নান, আখতারুজ্জামান বাবলু, ফুটবলার দুলাল,কায়েস ও নুরুল হাকিম প্রমুখ।
এইবাংলা /নাদিরা শিমু/ NS